আইটি সেনা ইউক্রেনের!

আইটি সেনা ইউক্রেনের!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ মার্চ, ২০২২

বৃহস্পতিবার থেকে ইউক্রেনে জল, স্থল ও আকাশপথে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরের দখল নিয়েছে রুশ সৈন্যরা। যুদ্ধ চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলেরও। রাশিয়ার আক্রমণ ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে লড়ছেন ইউক্রেনের সাধারণ জনগণ। সামরিক অভিযান ঠেকানোর পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার ডিজিটাল অনুপ্রবেশ ঠেকাতে আইটি সেনাবাহিনী চালু করছে ইউক্রেন। ইতিমধ্যে দেশটির হ্যাকারদের রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি পরিচালনারও আহ্বান জানিয়েছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইল ফেডোরোভ এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা আইটি সেনাবাহিনী তৈরি করছি। আমরা সাইবার ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছি।’