যে ভাবে গোটা বিশ্বের তাপমাত্রা বাড়ছে, তাতে আগামী ২০ বছরের মধ্যে বিশ্বের চেহারাটাই বদলে যাবে। সোমবার পেশ করা রিপোর্টে এমনই আশঙ্কা করেছে রাষ্ট্রপুঞ্জ। তারা বলেছে বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে আগে যে সব ভবিষ্যতবাণী করা হয়েছে সব ছাপিয়ে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির হার। গত শতকেও যতটা তাপমাত্রা ৫০ বছরে বেড়েছে, এখন ২০ বছরে তাপমাত্রা বৃদ্ধির হার সেই মাত্রায় পৌঁছে যাচ্ছে। ২৩৪ জন বিজ্ঞানী মিলে তিন হাজার পাতার যে রিপোর্ট এদিন রাষ্ট্রপুঞ্জ প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, আগামী কুড়ি বছরে বিশ্বজুড়ে খরা, বন্যা, দাবানলের আশঙ্কা বাড়বে। বহু মানুষ গৃহহীন হবে। আগামী কুড়ি বছরে সমুদ্রের জলস্তর আরও ১৫ থেকে ৩০ সেন্টিমিটার বাড়বে। বাড়বে জলোচ্ছ্বাসের আশঙ্কাও। বর্তমানে গ্রিসে দাবানল, ইওরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহ চলছে। চীনে ভয়ঙ্কর বন্যা হয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরে একের পর শক্তিশালী ঘূর্ণিঝড় হচ্ছে। অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডের পাহাড়ে নেমেছে ভয়াবহ ধ্বস।