আগামীকাল পিএসএলভি-৫৪ উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

আগামীকাল পিএসএলভি-৫৪ উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ নভেম্বর, ২০২২

চলতি বছরের শেষ অর্ধে চালিয়েই খেলছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো। ওশানস্যাট-৩ এবং ৮টা ছোট স্যাটেলাইটকে নিয়ে আগামীকাল মানে ২৬শে নভেম্বর উড়ান শুরু করতে চলেছে পিএসএলভি-৫৪। শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে শনিবার বেলা ১১টা বেজে ৫৬ মিনিটে হবে রকেটলঞ্চ।
বাণিজ্যিকভাবে ইসরো কিছুদিন আগে থেকেই দেশ বিদেশের স্যাটেলাইট উৎক্ষেপণের বরাত নেয়। ভারতীয় প্রযুক্তিতে তৈরি রকেটের উৎপাদন ব্যয় যেহেতু তুলনামূলকভাবে কম, তাই বিদেশি সরকারি বা বেসরকারি সংস্থার চেয়ে অনেকটাই কম খরচা হয় মহাকাশে স্যাটেলাইট পাঠাতে।
ইসরোর একজন বরিষ্ঠ অফিসার সংবাদসংস্থা পিটিআই-কে গত রবিবার জানিয়েছেন, ওশানস্যাট-৩ মূল স্যাটেলাইট হলেও আরও আটখানা ন্যানো স্যাটেলাইটও পাড়ি দেবে পিএসএলভ-৫৪-র সাথে। ওশানস্যাট-৩ একটা আর্থ অব্জারভেশন স্যাটেলাইট। মূলত মহাসাগরগুলোকে বৈজ্ঞানিক নজরদারি চালানোর জন্যে ইসরোর এই ওশানস্যাট প্রকল্প। সাগরের রঙ, সমুদ্রতলের তাপমাত্রা আর বাতাসের দিক-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এই কৃত্রিম উপগ্রহ থেকে।
আটটা ছোট স্যাটেলাইট হল – ভুটানস্যাট, পিক্সেলের ‘আনন্দ’, ধ্রুব স্পেসের থাইবোলট নামের দুটো আর আমেরিকার স্পেসফ্লাইটের চারটে অ্যাস্ট্রোকাস্ট নামের স্যাটেলাইট।