আঙুলছাপ শনাক্তের উন্নত প্রযুক্তি

আঙুলছাপ শনাক্তের উন্নত প্রযুক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ নভেম্বর, ২০২৫

অপরাধবিজ্ঞানের এক পুরনো রহস্য- গুলিবিদ্ধ পিতলের খাপ থেকে কি হামলায় ব্যবহারকারী ব্যক্তির আঙুলছাপ উদ্ধার করা সম্ভব? আইরিশ গবেষকদের এক নতুন তড়িৎ -রাসায়নিক পদ্ধতি এই কাজকে বাস্তবে সম্ভব করে তুলছে। আইনপ্রয়োগ সংস্থাগুলোর জন্য এটি বড় নতুন আশার বার্তা নিয়ে এসেছে। ঘটনাটির পটভূমি মোটামুটি সাধারণ।গুলি ছোঁড়ার সময় খাপের উপর তীব্র তাপ, ঘর্ষণ এবং গ্যাস নির্গমন ঘটে। এসব প্রক্রিয়া সাধারণত আঙুলছাপের জৈব ও রাসায়নিক চিহ্নগুলো মুছে দেয়। ফলত খাপ থেকে নিখুঁত ছাপ উদ্ধার করা দীর্ঘদিন ধরেই এক বড়ো সমস্যা। নতুন পরীক্ষায় মে ন্যুথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বাধা কাটানোর একটি উপায় প্রস্তাব করেন। ধাতব খাপের উপর একটি সূক্ষ্ম পলিমার স্তর লাগিয়ে,তাকে একটি ভোল্টেজ-নিয়ন্ত্রিত কক্ষেই রাখা হয়। এরপর খাপের বিশেষভাবে নির্বাচিত রাসায়নিক যৌগগুলির নিয়ন্ত্রিতভাবে অবক্ষেপ ঘটানো হয়। ফলে আঙুলছাপের রেখাবিন্যাস চিত্রগুলোর, এমনকি অতি সূক্ষ্ম রেখাচিত্রগুলোও দৃশ্যমান হয়ে উঠে। পরীক্ষায় দেখা গেছে, নির্দিষ্ট ক্ষেত্রে ষোল মাসের পুরনো খাপগুলিতেও এই পদ্ধতিটি কার্যকর ফল দিচ্ছে। এর মানে হলো দীর্ঘকাল রক্ষিত কিংবা ঘটনাস্থল থেকে সংগৃহীত পুরনো খাপ থেকেও সম্ভাব্য প্রমাণ উদ্ধার করা যেতে পারে। গবেষকদের আশা, পিতল ছাড়াও অন্যান্য ধাতুতে এই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হবে । ফলে বলপ্রয়োগ সংক্রান্ত তদন্তে নতুন ধরনের ‘হাতের সন্ধান’ মিলতে পারে। গবেষণাটির প্রয়োগের সম্ভাবনা প্রশস্ত। এর সাহায্য অস্ত্রটি কোন ঘটনায় ব্যবহৃত হয়েছে তা তো খুঁজে বের করা যাবেই, উপরন্তু সেটি কার হাতে ছিল তাও জানা যেতে পারে। বিশেষ করে, সংঘর্ষ কিংবা হত্যাকাণ্ডের মতো জটিল ক্ষেত্রে এই প্রযুক্তি তদন্তকে আরও নিখুঁত করে তুলবে। ভবিষ্যতে এই পদ্ধতির সরঞ্জামগুলো (যেমন- ভোল্টেজ নিয়ন্ত্রক যন্ত্র) ল্যাবে ব্যবহৃত ছাঁচ থেকে খুচরা-কিট বা মোবাইল ইউনিটে পরিণত হলে, অকুস্থলেই ছাপ নিরুপনের দ্রুত প্রাথমিক বিশ্লেষণ সম্ভব হবে।ফলে তদন্ত দ্রুত এবং কার্যকর হবে। তবে আর্দ্রতা, রাসায়নিক পদার্থের অপরিকল্পিত মিশ্রণ কিংবা খাপের উৎপাদনগত বৈচিত্র্য ইত্যাদি কারণগুলির ব্যাপক যাচাইয়ের প্রয়োজন। অর্থাৎ, গবেষণাগার পর্যায়ে সফল হওয়ার পর বাস্তব ঘটনা পর্যায়ের বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা মারফত এটি ব্যবহারিক রূপ নেবে।

 

সূত্র : “Electrodeposition of redox materials with potential for enhanced visualisation of latent finger-marks on brass substrates and ammunition casings,” by Colm McKeever and Eithne Dempsey, 19 April 2025, Forensic Chemistry.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =