আফগানিস্তানে বন্যায় ১৮০ জনের মৃত্যু

আফগানিস্তানে বন্যায় ১৮০ জনের মৃত্যু

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৮ আগষ্ট, ২০২২

আফগানিস্তানে চলতি মাসে বন্যায় ১৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তালেবান। বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় ধ্বংসাত্মক এ বন্যায় দেশটির অর্থনৈতিক ও মানবিক সংকট আরও প্রকট হয়েছে। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান একা এই বন্যা মোকাবিলা করতে পারছে না। আমরা বিশ্ব, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানাই।’ তিনি জানান, বন্যায় চলতি মাসে ১৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৫০ জন। ৩ হাজার ১০০ বেশি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হাজারো গবাদিপশু মারা গেছে।
আফগানিস্তান এ বছর খরাসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। জুনে ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এক বছর আগে তালেবানের ক্ষমতা গ্রহণের পর দেশটি মূলত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন ইউনিসেফ আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান অ্যান কিন্ড্রাচাক।