আবার সৃষ্টি হচ্ছে কোভিডের নতুন মিউটেশন

আবার সৃষ্টি হচ্ছে কোভিডের নতুন মিউটেশন

বিজ্ঞানভাষ
Posted on ১০ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাসের নবতম ভ্যারিয়ান্ট ওমিক্রনের দাপট। তার মধ্যেই নতুন এক গবেষণা জানাল নতুন এক উদ্বেগের খবর। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে নিউ ইয়র্ক শহরের বর্জ্য জলে আবার সৃষ্টি হচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট! গবেষকরা এই তথ্য পেয়ে এখন চেষ্টা করছেন কোভিড ভ্যারিয়ান্টের বিবর্তনকে খুঁজে বার করার। বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভিড-১৯-এর নতুন সৃষ্টির কথা কিন্তু এর আগে কোথাও প্রকাশিত হয়নি। এমনকী, কোভিড ভ্যারিয়ান্ট সম্পর্কে পুঙ্খ্যানুপুঙ্খ তথ্য যেখানে জমা করা হয় সেখানেও নতুন মিউটেশন সম্পর্কে কোনও তথ্য ছিল না। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই আবিষ্কার জানিয়ে দিতে পারে, ভবিষ্যতে আবার কোভিডের নতুন ভ্যারিয়ান্ট মহামারীর সৃষ্টি করবে কি না।