আবিষ্কৃত হল কোয়ান্টাম সেন্সর

আবিষ্কৃত হল কোয়ান্টাম সেন্সর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মার্চ, ২০২২

পৃথিবীর অভ্যন্তরে অবিরাম পরিবর্তিত হচ্ছে টেকটোনিক পাতের অবস্থান। তাছাড়াও পৃথিবীর কেন্দ্রে সর্বদাই ঘুরে যাচ্ছে তরল লোহা ও নিকেল আয়নের। বিজ্ঞানীদের পক্ষে এই প্রক্রিয়া দেখা সম্ভব ছিল না। এবার হল। ভূ-পৃষ্ঠের নীচে হয়ে চলা সমস্ত ঘটনা এবার বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতে পারবেন। সৌজন্যে সম্প্রতি আবিষ্কৃত অত্যাধুনিক কোয়ান্টাম সেন্সর। আবিষ্কার করেছেন ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে জুটি বেঁধে তারা তৈরি করেছেন কোয়ান্টাম গ্র্যাভিটি গ্র্যাডিওমিটার। অভিকর্ষ তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে এই অত্যাধুনিক যন্ত্র ভূ-পৃষ্ঠের ভেতরে সুক্ষতম পরিবর্তনকেও দেখতে পাবে। এছাড়াও মাটির নিচে অবস্থিত কোনও নির্মাণ, শতাব্দীপ্রাচীন প্রত্নতাত্বিক কাঠামোকেও চিহ্নিত কড়তে পারবে এই সেন্সর। এমনকী, ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাষও দিয়ে দেবে এই সেন্সর।