আমাজনের জঙ্গলে আবিষ্কৃত প্রাচীন নগর সভ্যতা!

আমাজনের জঙ্গলে আবিষ্কৃত প্রাচীন নগর সভ্যতা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মে, ২০২২

আমাজনের গভীর জঙ্গলে আবিষ্কৃত প্রাচীন শহর। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে খোঁজ মিলেছে একাধিক শহরের। অভিনব এই প্রযুক্তির নাম ‘লেজার ইন দ্য স্কাই’। ঘন গ্রীস্মমণ্ডলীয় অরণ্যের গভীরে কী কী আছে তার সবই পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায় এই পদ্ধতিতে। এই পদ্ধতিতে ব্যবহার করা হয় হেলিকপ্টার, ছোট বিমান, ড্রোনও। কিন্তু এসবের সঙ্গে যুক্ত করা লেজার স্ক্যানিং। যার সহায়তায় বিজ্ঞানীরা কম্পিউটারেই নিখুঁতভাবে দেখতে পান ছবিটা। বলিভিয়ার ল্যানোস ডি মোজোস সাভানার জঙ্গলে লুকিয়ে ছিল শহরগুলি। গবেষকদের দাবি ৫০০ থেকে ১৪০০ খ্রীষ্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল শহরগুলি। স্থানীয় কাসারাবে আদিবাসী সম্প্রদায় শহরগুলি তৈরি করেছিল বলে গবেষকদের দাবি। লেজার ইন দ্য স্কাই পদ্ধতিতে খোঁজ পাওয়া গিয়েছে ৫৪ একর জুড়ে বিস্তৃত এক পরিকাঠামোর। একটা ১৬ ফুট উঁচু ছাদও দেখেছেন গবেষকরা। এছাড়াও দেখা গিয়েছে ৬৯ ফুট লম্বা এক পিরামিডের। গবেষকদের মনে হয়েছে জঙ্গলে বাস করলেও সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। নয়া আবিষ্কৃত অঞ্চলকে কেন্দ্র করে একটি নগর সভ্যতাও গড়ে উঠেছিল বলে গবেষকদের বিশ্বাস। আবিষ্কৃত অঞ্চলের বাড়িগুলোর স্থাপত্যকার্যে দেখে মুগ্ধ গবেষকরা।