আমাদের পাসওয়ার্ড নিরাপদ তো

আমাদের পাসওয়ার্ড নিরাপদ তো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মার্চ, ২০২২

ই-মেইল সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিরাপত্তায় আমরা কঠিন পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করি। নিরাপত্তা বিশেষজ্ঞরাও অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করে কি সত্যি নিরাপদ থাকা যায়? এ নিয়ে ভিন্নমত থাকলেও এক গবেষণায় দেখা গেছে, হ্যাকাররা চাইলে মুহূর্তের মধ্যেই যেকোনো ব্যবহারকারীর ছয় অক্ষরের পাসওয়ার্ডের তথ্য জানতে পারে।

আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করেও নিজেকে নিরাপদ ভাবার কোনো উপায় নেই। কারণ, আপনার আট অক্ষরের পাসওয়ার্ডের তথ্য জানতে হ্যাকারদের প্রয়োজন হয় এক ঘণ্টারও কম সময়। পাসওয়ার্ডে ছোট–বড় অক্ষরের পাশাপাশি সংখ্যা বা বিভিন্ন চিহ্ন যোগ করলেও সেগুলোর তথ্য জানতে বেশি সময় লাগে না হ্যাকারদের। শুনতে অবাক লাগলেও এক গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাইভ সিস্টেমস।

 

  • মোবাইল ফোনের পাসওয়ার্ড –  প্রতীকী ছবি