আমেরিকায় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারীদের পাশে কোর্ট!

আমেরিকায় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারীদের পাশে কোর্ট!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৫ জুলাই, ২০২২

বড় ধাক্কা খেল জো বাইডেনের সরকার। গ্রিনহাউস গ্যাস নির্গমনকে নিয়ন্ত্রণে রাখতে বাইডেনের সরকার যে আইন প্রণয়ন করার উদ্যোগ নিয়েছিল সেখানে সরকারের বিরোধিতায় স্বয়ং সুপ্রিম কোর্ট! পশ্চিম ভার্জিনিয়া-সহ দেশের ১৮টি রিপাবলিকান-সরকার পরিচালিত রাজ্য এবং তাদের সঙ্গে থাকা দেশের অন্যতম বৃহৎ কয়লা শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ে একটি মামলা করেছিল ইউএস এনভায়র্নমেন্ট প্রোটেকশন এজেন্সি(ইপিএ)। ১৯টি রাজ্য আতঙ্কিত হয়ে পড়েছি। যদি শেষপর্যন্ত ইপিএ-র সমর্থনে রায় দেয় সুপ্রিম কোর্ট তাহলে বৃহৎ কয়লা সংস্থাগুলো প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিপূরণ নিয়ে রাজ্যগুলি ছেড়ে চলে যাবে।
শেষপর্যন্ত জয় হয়েছে দূষণের! সুপ্রিম কোর্টে ৬-৩ রুলিংয়ে জিতে গিয়েছে ১৯টি রাজ্য! সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে দেশ জুড়ে দূষণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইপিএ-এর থাকতে পারে না। একইসঙ্গে কোর্ট আরও জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ ইপিএ দিতে পারে, কিন্তু তার আগে তাদের নির্দেশ মার্কিন কংগ্রেসের দ্বারা অনুমোদিত হতে হবে। আবহাওয়ার চরম পরিবর্তন এবং দূষণ অঙ্গাঙ্গীভাবে জড়িত। বাইডেন সরকারের নেতৃত্বে যে চরম পরিবর্তনকে প্রতিরোধ করার জন্য দূষণ কমানোর উদ্যোগ নিচ্ছিল ইপিএ সেই কাজ যথেষ্ঠ পরিমাণে ব্যহত হল বলে পরিবেশবিদরা মনে করছেন। পরিসংখ্যান জানাচ্ছে ২০১৮-য় আমেরিকায় গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা ছিল ৪৪ শতাংশ। বাইডেনের প্রতিশ্রুতি ছিল ২০৩০-এর মধ্যে দূষণ নিঃসরণ ৫২ শতাংশ কমিয়ে ফেলা হবে। ২০২০-তে গ্রিনহাউস নিঃসরণ কমেছে মাত্র ৭ শতাংশ! সংবাদসংস্থাকে বলেছেন বাইডেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক!”