আর এক রত্নগর্ভা ভিনগ্রহ দেখলেন বিজ্ঞানীরা

আর এক রত্নগর্ভা ভিনগ্রহ দেখলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ফেব্রুয়ারী, ২০২২

পৃথিবী থেকে প্রায় ৮৫৫ আলোকবর্ষ দূরে অবস্থিত এক দৈত্যাকার গ্যাসীয় গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। তার নাম ওয়াষ্প-১২১বি। আয়তনে এই গ্রহ বৃহস্পতির চেয়েও বড়। তার ভরও বেশি। ৭ বছর আগে আবিষ্কৃত হয়েছিল এই অদ্ভূত গ্রহটি। সম্প্রতি এই গ্রহের চরিত্র বিশ্লেষণ করে বিস্মিত জ্যোর্তিবিজ্ঞানীরা। সেখানে আকাশ থেকে তরল ঝরতে থাকে গ্রহপৃষ্ঠে। বিজ্ঞানীরা দেখেছেন, সেই তরল আসলে তরল রত্ন! তার মেঘ বাষ্পীভূত ধাতুর দ্বারা তৈরি হয়। অনেকটা রাগবি বলের মত দেখতে এই গ্রহের তার নক্ষত্রের কক্ষপথ সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে মাত্র ৩০ ঘন্টা। এই গতির জন্যই গ্রহটির একদিক নক্ষত্রের দিকে ঘুরে থাকে, অন্যদিক থাকে অন্ধকার। দুই পৃষ্ঠে তাপমাত্রার চরম তারতম্যের কারণে ধাতব মেঘের সৃষ্টি হয়। সামনের পৃষ্ঠ থেকে লোহা ও কোরান্ডাম বাষ্পীভূত মেঘ সৃষ্টি করে। তারপর সেই মেঘের প্রভাবে ঠাণ্ডা অঞ্চলে বৃষ্টি হয়। আর বৃষ্টির সময় আকাশ থেকে রুবি, এমনকী নীলকান্তমণির মত রত্নও ঝরতে থাকে! নেচার বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই বহুমূল্য রত্নগর্ভা গ্রহের কথা।