আর্থ্রাইটিসের ওষুধেই নিরাময় হয় অ্যালোপেসিয়া

আর্থ্রাইটিসের ওষুধেই নিরাময় হয় অ্যালোপেসিয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ এপ্রিল, ২০২২

অ্যালোপেসিয়া রোগ নিয়ে সম্প্রতি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল হয়েছে। সাম্প্রতিকতম বিতর্কিত ঘটনার পর। এবছরের অস্কার পুরষ্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় মেরেছিলেন পুরষ্কৃত অভিনেতা উইল স্মিথ। কারণ, স্মিথের স্ত্রী অ্যালোপেসিয়ায় আক্রান্ত। অ্যালোপেসিয়ায় মাথার যে কোনও জায়গা থেকে চুল পড়তে শুরু করে। পুরো ন্যাড়া হয়ে যায় মাথাটা। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে কয়েকদিন আগে প্রকাশিত এক গবেষণা জানিয়ে দিল অ্যালোপেসিয়া রোগ সারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ওষুধে। গবেষকরা দেখেছেন, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের কার্যকরী ওষুধ ব্যারিসিটিনিবে অন্তত এক-তৃতীয়াংশ অ্যালোপেসিয়ায় আক্রান্ত রোগী সেরে উঠেছেন। গবেষকরা প্রায় দেড় হাজার রোগীর ওপর পরীক্ষা করে দেখেছেন ৩৬ সপ্তাহ ধরে। গবেষণাপত্রটি লেখা হয়েছে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে।