আয়ার্ল্যান্ডে এক ‘অদ্ভূত’ ইঁদুরের আক্রমণ!

আয়ার্ল্যান্ডে এক ‘অদ্ভূত’ ইঁদুরের আক্রমণ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জুন, ২০২২

এক মিটারেরও বেশি লম্বা! কমলা রঙের বড় বড় দাঁত। দেখতে অনেকটা মেঠো ইঁদুরের মত। যেখানে ঘুরে বেড়ায় তার চারপাশে অন্যান্য প্রাণী, পোকামাকড়, এমনকী শষ্যের ফসলের থাকা দায় হয়ে পড়ে! সব খেয়ে নেয় প্রাণীটি। বিজ্ঞানীরা নাম দিয়েছেন কয়পু। পড়াশুনো করে তারা যা জেনেছেন তা হল এই বিরল প্রজাতির ‘অদ্ভূত’ ইঁদুরের পূর্বসূরীদের বাস দক্ষিণ আফ্রিকায়। আর এরা খুব আক্রমণাত্মক হয় স্বভাবে। মূলত নদীর তীরবর্তী অঞ্চলগুলোয় এই ইঁদুরের বাস। আবার মাটিতে গর্ত করেও সে থাকতে পছন্দ করে। এই ইঁদুর যে দক্ষিণ আফ্রিকা থেকে বেরিয়ে ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়েছে সেটাও প্রাণী গবেষকরা জানেন। কিন্তু আয়ার্ল্যান্ডে এই কয়পু কীভাবে ছড়িয়ে পড়ল সেটাই তাদের ভাবনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর আয়ার্ল্যান্ডের ন্যাশনাল বায়োডাইভার্সিটি সেন্টার জানিয়েছে, ২০১৬-তে প্রথম তারা এরকম দেখতে দুটি প্রাণীর সন্ধান পেয়েছিলেন। এক মাসের মধ্যে সংখ্যাটা বেড়ে ১০ হয়ে যাওয়ার পর তাদের দুশ্চিন্তা শুরু হয়। কারণ, কুরাহিন অঞ্চলের বাইরে কর্ক সিটি-তে, নদীর ধার দিয়ে যে কয়পু-রা ছড়িয়ে পড়েছিল, সেই নদীগুলোতে ক্রমশ মাছের সংখ্যা, কচ্ছপের মত অন্যান্য জলজ প্রাণীর সংখ্যাও কমতে শুরু করেছিল! বনদফতরের আধিকারিকরা শেষপর্যন্ত কয়পুদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয়।