ইউরেশিয়ার হোমিনিন

ইউরেশিয়ার হোমিনিন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

মানব পূর্বপুরুষরা কখন প্রথম আফ্রিকা ত্যাগ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। সাধারনভাবে মনে করা হয়েছিল, তারা প্রায় ১.৮ লক্ষ্য বছর আগে ইউরেশিয়ায় পৌঁছেছিল। নতুন গবেষণা অনুযায়ী তা আরও পূর্বের প্রায় ২০ লক্ষ বছর আগের বলে মনে করা হচ্ছে ।
রোমানিয়ার গ্রানসেনুতে
পাওয়া কাটা দাগযুক্ত প্রাণীর হাড় থেকে বোঝা যায় হোমিনিনরা আমাদের যা ধারণা তার চেয়েও আগে ইউরেশিয়ায় ছিল। ওল্টেত নদী উপত্যকার গ্রানসেনুতে আরো কয়েকটি জীবাশ্ম পাওয়া গেছে। এই জায়গায় হোমিনিন হাড় না থাকায় নৃবিজ্ঞানীরা পাথরের হাতিয়ার বা হাতিয়ার ব্যবহারের চিহ্নের মতো অন্যান্য প্রমাণ খুঁজেছিলেন ।গবেষকরা রোমানিয়ার গ্রানসেনু থেকে ৫,০০০-এরও বেশি প্রাণীর হাড় পরীক্ষা করে দেখেছেন পাথরের হাতিয়ার থেকে কাটা দাগযুক্ত ২০টি হাড় পাওয়া গেছে। বায়োস্ট্র্যাটাগ্রাফিক তথ্য এবং উচ্চ নির্ভুলতাযুক্ত ইউরেনিয়াম-সীসা ডেটিং কৌশল ব্যবহার করে প্রমাণিত হয়েছে হাড়গুলি প্রায় ১.৯৫ লক্ষ্য বছরের পুরোনো।সাব্রিনা কারান , ক্লেয়ার টেরহুন এবং আলেকজান্দ্রু পেটকুলেস্কু এর নেতৃত্বে গবেষকরা নেচার কমিউনিকেশনসে পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।

প্রাচীন হাড়গুলি অধ্যয়ন করার জন্য গবেষকরা কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন । প্রথমত, তারা খননস্থলে কোনও হোমিনিন হাড় বা পাথরের হাতিয়ার খুঁজে পাননি। দ্বিতীয়ত, হাড়গুলি ৫০ বছরেরও বেশি সময় আগে খনন করা হয়েছিল সেজন্য হাড়গুলি একে অপরের সাথে কীভাবে সম্পর্কিত এবং কেন সেখানে জমা হয়েছিল নির্ধারণ করা কঠিন। জীবাশ্মগুলি বর্তমানে রোমানিয়ার এমিল রাকোভিটা” ইনস্টিটিউট অফ স্পেলিওলজি এবং ওলটেনিয়ার সংগ্রহ শালায় সংরক্ষিত আছে।বিজ্ঞানীরা হাড়গুলি খুঁজে পাওয়ার পর থেকে মাঝে মাঝে অধ্যয়ন করেছিলেন, কিন্তু গত দশ বছর বা তারও বেশি সময় ধরে তারা প্রতিটি হাড়ের পৃষ্ঠতল ভালোভাবে পরীক্ষা করেনি। সংগ্রহশালার সংগ্রহের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার সময গবেষকরা কাটা দাগযুক্ত প্রাণীর হাড় খুঁজে পেয়েছেন, যা ইঙ্গিত দেয় মানুষ অতীতে প্রাণীদের হত্যা করত।
আফ্রিকার বাইরে প্রাচীনতম মানব হাতিয়ারগুলি জর্জিয়ার দমানিসিতে পাওয়া গিয়েছিল যা প্রায় ১.৮ লক্ষ্য বছর পুরোনো।এই অঞ্চলে পাওয়া চিহ্নগুলো প্রমাণ করে আগে যা ধারণা ছিল তার চেয়েও দু লক্ষ বছর আগে ইউরেশিয়ায় হোমিনিনরা ছিল।

গবেষকরা “এমিল রাকোভিটা” ইনস্টিটিউট অফ স্পেলিওলজির ভার্জিল ড্রাগুসিনের নেতৃত্বে আইসোটোপিক বিশ্লেষণের সাথে এই কাজটি সংযুক্ত করেছেন । এর মাধ্যমে সেই সময়ে বসবাসকারী হোমিনিনদের পরিবেশ সম্পর্কে জানা যায় । বর্তমানের মতোই এই অঞ্চলে ঋতুভিত্তিক তাপমাত্রার পরিবর্তন বৃষ্টিপাত বেশি মাত্রায় ছিল। ওই স্থানে প্রাপ্ত জীবাশ্ম থেকে জানা যায় সেসময় আরও অন্যান্য প্রজাতির অস্তিত্ব ছিল। যেমন- লোমশ গণ্ডার, খাঁড়ার মতো দাঁতওয়ালা বিড়াল, প্যাঙ্গোলিন এবং ম্যামথ ।

জীবাশ্ম নৃবিজ্ঞান একটি বিতর্কিত ক্ষেত্র যেখানে হাতিয়ার ব্যবহারের প্রাচীনতম প্রমাণ নিয়ে বিতর্ক চলে। গবেষকরা রোমানিয়ায় পাওয়া হাড়ের কাটা চিহ্নগুলি নথিভুক্ত করার ক্ষেত্রে সতর্ক ছিলেন ।কারণ এই হাড়গুলি অন্য কোনও জীবাশ্মবিদকে দেখালে তারা চিহ্নগুলি স্বীকার করবে কিন্তু এগুলি দুই লক্ষ বছর আগের রোমানিয়ার, তা অস্বীকার করবে।

গবেষকরা গ্রানচেনু সম্পর্কে তাদের সঠিক অনুসন্ধান সম্পর্কে নিশ্চিত।
আদি হোমিনিনরা ইউরেশিয়া জুড়ে বিভিন্ন পরিবেশে বসবাস করেছিল। এটি তাদের বেঁচে থাকা এবং ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজনীয় অভিযোজনযোগ্যতা দিয়েছিল।
গবেষকরা বলছেন যে মানব বিবর্তনের ইতিহাস আমাদের ধারণার চেয়েও জটিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eighteen =