বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ ডিসেম্বর, ২০২১
এডসের সংক্রমণ থামাতে এবার বাজারে আসছে ইঞ্জেকশন। এক মাসের ব্যবধানে দু’টি আর তার পরে দু’মাসের ব্যবধানে দু’টি ইঞ্জেকশনে আটকানো যাবে এডস বা এইচআইভি-র সংক্রমণ। এডস রোখার জন্য এখন দু’টি ওষুধ প্রচলিত। ট্রুভাডা আর ডেসকোভি। কিন্তু দু’টি ওষুধই রোগী আর তার পরিবারের সদস্যদের রোজ খেয়ে যেতে হয়। নতুন এই ইঞ্জেকশন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখা গিয়েছে, ৯৯ শতাংশ ক্ষেত্রে কার্যকরী হয়েছে। সোমবার এই নতুন ইঞ্জেকশন আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ আডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে। ইঞ্জেকশনের মাধ্যমে যে নতুন ওষুধ রোগীর শরীরের দেওয়া হবে তার নাম আরপেটুড। দু’টি ওষুধের যা দাম তার চেয়ে আরপেটুডের দাম কম বলে জানিয়েছেন গবেষকরা।