ইন্টারনেট ব্যবহারে বাড়ে কার্বন ফুটপ্রিন্ট

ইন্টারনেট ব্যবহারে বাড়ে কার্বন ফুটপ্রিন্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৭ আগষ্ট, ২০২২

ইন্টারনেট ব্যবহারের কারণে পরিবেশে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। ইন্টারনেট ব্যবহার করে আমরা যেসব কন্টেন্ট (নিউজ, অডিও, ভিডিও ইত্যাদি) অ্যাক্সেস করি, তার কোনোটাই আমাদের ডিভাইসে সাধারণত স্টোর করা থাকে না। এসব বিভিন্ন সার্ভারে স্টোর করা থাকে। এ জন্য অবশ্য সার্ভারে প্রচুর পরিমাণে বিদ্যুৎ সরবরাহের দরকার হয়। এই বিদ্যুৎ যদি অনবায়নযোগ্য উৎস (যেমন—কয়লা বা গ্যাস বিদ্যুৎ) থেকে আসে, তাহলে তা পরিবেশে বিভিন্ন গ্রিন হাউজ গ্যাস বিশেষ করে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন করে। যখন কোনো সার্ভার ব্যবহৃত হয়, তখন এর বিভিন্ন যন্ত্রাংশ গরম হয়। সার্ভারের কর্মদক্ষতা ঠিক রাখতে এসব যন্ত্রাংশের তাপ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও ব্যবহৃত হয় বিদ্যুৎ।