ইসরো পাঠাচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট

ইসরো পাঠাচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জুন, ২০২২

আগামী ২২শে জুন ‘ইসরো জি স্যাট ২৪’ নামে একটি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে। ২২ জুন ভারতীয় সময়ে মোটামুটি মধ্যরাত্রে লঞ্চ করবে এই স্যাটেলাইট। পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরে নির্দিষ্ট অরবিটে পাঠানো হবে এই কমিউনিকেশন স্যাটেলাইট টি। মূলত টেলিভিশন ব্রডকাস্টিং এর কাজে লাগে এই কমিউনিকেশন স্যাটেলাইট। আমরা যে খেলা লাইভ দেখে থাকি তা এই ধরনের স্যাটেলাইট থেকে কন্ট্রোল করা হয়ে থাকে। ‘আরিয়ান ৫’ রকেটে চেপে স্যাটেলাইট পৌঁছাবে নির্দিষ্ট অরবিটে। উল্লেখ্য এটি ভারতীয় রকেট নয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও এই রকেটে চেপেই মহাকাশে পাড়ি দিয়েছিল। জি স্যাট একা নয় এর সাথে আরো একটি স্যাটেলাইট একই রকেটে চেপে পাঠানো হবে। তার নাম -‘মি স্যাট থ্রিডি’। এটি অবশ্য ভারতের স্যাটেলাইট নয়।