ইয়েলোস্টোনের নিচে কতখানি ম্যাগমা আছে?

ইয়েলোস্টোনের নিচে কতখানি ম্যাগমা আছে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ডিসেম্বর, ২০২২

আগের সব গবেষণাতে এতখানি মোটেই আন্দাজ করা যায়নি। কিন্তু একদল আন্তর্জাতিক বিজ্ঞানীর প্রতিবেদনে ইয়েলোস্টোনের নিচে ম্যাগমার পরিমাণ নির্ণয় করা হয়েছে। মাপটা আগের থেকে অনেকটাই বেশি। পরের কোনও বড়ো অগ্ন্যুৎপাত কবে হতে পারে, তা নিয়েও একটা ধারণা দেবে এই গবেষণা।
ইলিওনিস বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক রস ম্যাগুইর গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। ইয়েলোস্টোনের নিচে সুপারভলক্যানো রয়েছে। কিন্তু ঠিক কোনখানে কতখানি ম্যাগমা ছড়িয়ে আছে, সেটা জানা যাবে এবার। ম্যাগুইর বলছেন, ম্যাগমার যে বিপুল ভাণ্ডার রয়েছে মাটির নিচে তার অনেকটা অংশই সম্পূর্ণ গলিত। এবং এই তরল ম্যাগমা থেকেই অগ্ন্যুৎপাতের সম্ভাবনা থাকে।
কিন্তু মাটির এতটা গভীরে পর্যবেক্ষণ চালানো তো মুখের কথা নয়। তাই নতুন এক টোমোগ্রাফিক পদ্ধতি গবেষকরা ব্যবহার করেছিলেন। এই পদ্ধতিতে ২০০০ সাল থেকে শুরু করে ২০১৮ সাল অবধি সিসমিক তরঙ্গের রেকর্ড পাওয়া যাবে। আরও স্পষ্ট হবে ভূগর্ভের ঠিক কোন বিন্দুতে কী চলছে।
দেখা গেছে বিভিন্ন গভীরতায় তরঙ্গের তীব্রতা আলাদা আলাদা। তাদের গতিবেগও পাল্টে যায়। তা থেকে হিসেব করে বিজ্ঞানীরা বলছেন, ইয়েলোস্টোনের নিচে ম্যাগমার ভাণ্ডারে ১৬-২০ শতাংশ হচ্ছে সম্পূর্ণ গলিত। যেটা এতদিন মনে করা হত ১০ শতাংশের বেশি না।