ঈশ্বরকণার ভর যোগাচ্ছে কে, এবার শুরু সেই গবেষণা

ঈশ্বরকণার ভর যোগাচ্ছে কে, এবার শুরু সেই গবেষণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৭ জুলাই, ২০২২

জেনিভার কাছে সার্ন ল্যাবরেটরি এ বার একটি প্রশ্নের উত্তর খুঁজবে। প্রশ্নটা হল, ঈশ্বরকণার ভর যোগাচ্ছে কে? ওই ল্যাবরেটরির লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি) যন্ত্র ঠিক দশ বছর আগে খুঁজে পেয়েছিল ঈশ্বরকণা। অনেক সাধ্যসাধনার পরে। এক তো মহামূল্যবান এক আবিষ্কারের দশম বর্ষপূর্তি। তার পরে আবার ২০১৮ সালের শেষ থেকে তিন বছরের জন্য বন্ধ ছিল এলএইচসি। কাজ চলছিল যন্ত্রকে উন্নততর করার। গত এপ্রিল থেকে আবার কাজ শুরু করেছে ওই যন্ত্র। দুইয়ে মিলে সার্ন ল্যাবরেটরি এখন জমজমাট। ঈশ্বরকণা নিয়ে আরও তথ্য ঘাঁটাঘাটি করার কাজ শুরু হয়ে গিয়েছে সেখানে।