উইন্ডোজ ১১-য়ের ঝুঁকি

উইন্ডোজ ১১-য়ের ঝুঁকি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ ফেব্রুয়ারী, ২০২২

বর্তমানে বিশ্বব্যাপী এক বিলিয়নের বেশি ডিভাইসে মাইক্রোসফট উইন্ডোজের বিভিন্ন সংস্করণ পরিচালিত হয়। বাজারে যখন উইন্ডোজ ১১ প্রবেশ শুরু করে, তখন থেকে অপারেটিং সিস্টেমটির প্রবৃদ্ধি বেড়েই চলেছে। তবে সবাই উইন্ডোজের নতুন সংস্করণ আপগ্রেড করতে পারেন না। কারণ, অনেক পুরোনো কম্পিউটার উইন্ডোজ ১১ ইনস্টলের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্তাবলি পূরণ করে না। তবে অনেকের কাছে কম্পাটিবল পিসি না থাকায় অপারেটিং সিস্টেমটির আনঅফিশিয়াল কপি ব্যবহারের দিকে ঝুঁকছেন। তবে এতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি বাড়ছে।

যদি আপনার পিসি উইন্ডোজ ১১ সমর্থন না করেন, তাহলে নতুন পিসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। তবে ভুয়া ওয়েবসাইট কিংবা লিংক থেকে আনঅফিশিয়াল ইনস্টলার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।