উচ্চতা বেশি হলে একাধিক অসুখের সম্ভাবনা!

উচ্চতা বেশি হলে একাধিক অসুখের সম্ভাবনা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জুন, ২০২২

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জার্নাল প্লস জেনেটিকসে প্রকাশিত সাম্প্রতিক গবেষণা পৃথিবীর দীর্ঘ মানুষদের কাছে উদ্বেগজনক বার্তা নিয়ে এল। গবেষণাটি জানিয়েছে কোনও ব্যক্তি লম্বা হলে স্নায়ুর অসুখ, হাড়ের সংক্রামক ব্যধি অথবা কোনও চর্মরোগেও তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একইসঙ্গে গবেষণাটি বলছে, লম্বা মানুষের কোনওরকমের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সামগ্রিকভাবে উচ্চতা বেশি হওয়া মানুষদের শরীরে একাধিক রোগের বাসা বাঁধার সম্ভাবনা থাকে। গবেষকরা বলেছেন, হাই-ব্লাড প্রেসার, হাই-কোলেস্টেরলের মত অসুখে আক্রান্ত হতে পারেন সেই লম্বা ব্যক্তি। এই গবেষণায় অংশ নিয়েছিলেন ৩ লক্ষ ২৩ হাজার ৭৯৩ জন। কলোরেডো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক, এই গবেষণার সঙ্গে যুক্ত থাকা অন্যতম শ্রীধরন রাঘবন গার্ডিয়ান সংবাদপত্রে বলেছেন, “আমরা প্রমাণ পেয়েছি। উচ্চতা বেশি হওয়া মানুষের শরীরে অন্তত ১০০ রকমের বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে। আলসার, শিরায় রক্ত সঞ্চালনের অপ্রতুলতা-এই ধরনের একাধিক অসুখ সেই মানুষগুলোর শরীরে প্রবেশ করেছে।”