উট, ভেড়ার অ্যান্টিবডি করোনার শক্তিশালী প্রতিষেধক!

উট, ভেড়ার অ্যান্টিবডি করোনার শক্তিশালী প্রতিষেধক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা নেচার কমিউনিকেশনস ও সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত সুইডেনের ক্যারোলিনষ্কা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের একটি যৌথ গবেষণা জানাল করোনা ভাইরাস বা সার্স-২ ভাইরাসের যে কোনও রূপ বা প্রজাতিকে প্রতিরোধ ভালভাবে করতে পারে শিশু উট বা ভেড়ার শরীরে থাকা অ্যান্টিবডি। মানুষের দেহে থাকা অ্যান্টিবডির তুলনায় শিশু উট বা ভেড়ার শরীরে থাকা অ্যান্টিবডি বেশি নিখুঁতভাবে প্রতিরোধ করে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা প্রথম এই অ্যান্টিবডির সন্ধান পেয়েছিলেন পেরুতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এরকম এক ভেড়া, আলপাকা-র দেহে। তারপর শিশু উটের শরীরেও একইরকমের অ্যান্টিবডির সন্ধান পাওয়া গিয়েছিল। সেই অ্যান্টিবডির ভাঙা অংশ, যাকে ন্যানোবডি বলা হয়, তৈরি করা হয়েছিল উট ও ভেড়ার অ্যান্টিবডি দিয়ে। তারপর পরীক্ষা করে গবেষকরা দেখেছেন ওই অ্যান্টিবডি করোনা ভাইরাসের ডেল্টার রূপকেও নিখুঁতভাবে প্রতিরোধ করে দিচ্ছে উট আর ভেড়ার ন্যানোবডিগুলো। গবেষকরা এবার পরীক্ষা করে দেখবেন ন্যনোবডিগুলো ওমিক্রনকে প্রতিরোধ করতে পারছে কি না।