উদ্ভিদ থেকে তৈরি কোভিড টিকা কার্যকরী!

উদ্ভিদ থেকে তৈরি কোভিড টিকা কার্যকরী!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মে, ২০২২

কানাডার একটি বায়োটেকনোলজিক্যাল কোম্পানি মেডিকাগো নতুন এক প্রজাতির উদ্ভিদ থেকে তৈরি করেছে কোভিড-১৯-এর নতুন টিকা। কোম্পানির সঙ্গে টিকা তৈরির কাজে যুক্ত থাকা বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন প্রজাতির উদ্ভিদে করোনাভাইরাসের সহায়ক উপাদান (সিওভিএলপি) দেখতে পাওয়ার পরই তাদের এই উদ্যোগ। সেই উপাদানগুলোর সঙ্গে মিশ্রণ হয়েছে এসও-৩ নামের এক অ্যাডজুভেন্টের। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন নামের এক আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায়। গবেষকরা জনিয়েছেন, টিকার ফেজ-থ্রি ট্রায়াল হয়েছে। ৮৫টি কেন্দ্র মিলিয়ে ২৪ হাজার ১৪১ জনকে ২১ দিনের ব্যবধানে সিওভিএলপি আর এসও-৩-এর দুটি করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এদের মধ্যে এরকম ৬৫জন অংশগ্রহণকারী চিলেন যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গবেষকরা জানিয়েছেন, কোভিদের যে পাঁচরকম ভ্যারিয়ান্টের আক্রমণে ২০২০ থেকে এখনও বিশ্বের মানুষ জর্জরিত সেই প্রত্যেকটি ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ৬৯.৫ শতাংশ কার্যকরী এই নতুন টিকা।