উভচর তিমি

উভচর তিমি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ সেপ্টেম্বর, ২০২১

চারপেয়ে তিমি!
অবশ্বাস্য ব্যাপার। কিন্তু ইজিপ্টের একদল জীবাশ্মবিদ লন্ডনের রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে এমন বিস্ময়কর দাবি করেছেন। ২০০৮ সালে ইজিপ্টের পরিবেশ-বিজ্ঞানীরা সে দেশের পশ্চিমপ্রান্তের তিমি উপত্যকা বা ‘ওয়াডি আল-হিতান’ থেকে আবিষ্কার করেছিলেন প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিল। ২০১৭ থেকে সেই জীবাশ্মের ওপর গবেষণা করে জীবাশ্মবিদরা সিদ্ধান্তে আসেন, ৪ কোটি ৩০ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত ঐ চারপেয়ে তিমি, যা আজকের তিমির পূর্বপুরুষ। গবেষকদলের সদস্য জীবাশ্মবিদ হেশাম সালাম বলেন, তিমির পূর্বপুরুষরা ছিল উভচর। জলে ও ডাঙায় উভয় জায়গাতেই ছিল তাদের রাজত্ব।

কিভাবে একটি উভচর প্রাণী কেবল জলচর হয়ে উঠলো তা জানতে পারলে হয়তো সমগ্র প্রাণীজগতের বিবর্তনের ধারাকে নতুন করে জানা সম্ভব।

চিত্র ঋণ – গেটি ইমেজ