উহানকে ‘ভ্যালি অফ স্যাটেলাইটস’ বানাচ্ছে চিন!

উহানকে ‘ভ্যালি অফ স্যাটেলাইটস’ বানাচ্ছে চিন!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ মার্চ, ২০২২

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী ছড়ানোর উৎস শহর হিসেবে প্রধান অভিযুক্ত হয়ে আছে শহরটা। সেই ২০২০ থেকে। এখনও তার কলঙ্ক মুছতে পারেনি। কারণ, আবার নতুনভাবে চিনে শুরু হয়েছে করোনার নতুন ভাইরাসের সংক্রমণের ভীতি। দেশের বিভিন্ন শহরে লকডাউন পর্যন্ত শুরু হয়ে গিয়েছে এবং এবারও নতুন ভাইরাস সংক্রমণের উৎস শহর হিসেবে প্রধান অভিযুক্ত শহরটা।
সেই উহান শহরের পুনর্জন্মের লক্ষ্যে চিন। ২০২৫-এর মধ্যে উহানের গা থেকে ‘ভাইরাসের আঁতুড়ঘর’ হওয়ার কলঙ্ক মুছে দিয়ে শহরের নতুন তকমা দিতে চায় চিন। যখন গোটা বিশ্ব উহানকে ডাকবে ‘ভ্যালি অফ স্যাটেলাইটস’ বলে! ১০০ বিলিয়ন ইয়েন (ভারতীয় মূদ্রায় ১২০ কোটি ৪ লক্ষ টাকা) ইতিমধ্যে বরাদ্দ হয়ে গিয়েছে। মহাকাশ শিল্পের আধার হবে উহান। তার সঙ্গে অন্য শহরও থাকবে এই প্রকল্পে। তৈরি করা হবে উপগ্রহ, মহাকাশে পাঠানোর রকেট এবং মহাকাশযানও। শুধু উহানেই বিনিয়োগ করা হবে ভারতীয় মূদ্রায় ৬০ কোটির বেশি টাকা। আগামীদিনে চিন মহাকাশে বাণিজ্যিক উপগ্রহ পাঠানোর ব্যাপারে বেশি গুরুত্ব দিতে চাইছে। যাতে আকাশে থাকা অবস্থায় বিমানে ইন্টারনেট ব্যবস্থা পাওয়া যায়, এমনকী, কোথায় কোথায় কয়লা চালান হবে তার ট্র্যাকিংও বিমান থেকে করার জন্য ইন্টারনেট ব্যবস্থার সুবিধে যাতে পাওয়া যায়।