আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় একটি যন্ত্রের সৃষ্টি প্রাথমিক পর্বে এসেছে। আন্তর্জাতিক গবেষকরা লন্ডনে এই যন্ত্রটি নিয়ে গবেষণা করছেন, যার দ্বারা বিশ্ব জুড়ে কোভিডের চিকিৎসা করা সহজ হতে পারে বলে গবেষণারত বিজ্ঞানীদের ধারণা। যন্ত্রটির মূল কাজ কী হবে? হাসপাতালে কোনও কোভিড রোগী ভর্তি থাকাকালীন তাঁর কতটা অক্সিজেনের প্রয়োজন সেটা এই এআই যন্ত্র দ্রুত বলে দিতে পারবে। ইংল্যান্ডের একাধিক হাসপাতালে কোভিড রোগীদের মধ্যে প্রাথমিকভাবে এই যন্ত্রটির পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। যন্ত্রটির ব্যবহারে চিকিৎসকরা জেনেছেন হাসপাতালের জরুরী বিভাগে কোভিড রোগীর ভর্তি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাঁর অক্সিজেনের প্রয়োজন শুরু হয়, ৯৫ শতাংশ সেনসিটিভিটি নিয়ে। ইংল্যান্ডে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা প্রায় ১০ হাজার কোভিড রোগীর ওপর যন্ত্রটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। এআই যন্ত্রটি যে পদ্ধতিতে এই পরীক্ষা করেছে তার নাম ‘ফেডারেটেড লার্নিং’ বা একত্রিত শিক্ষা। এই পদ্ধতিতে বুকের এক্স-রে ইলেকট্রনিক হেলথ ডেটা একটি বিশেষ গাণিতিক পরিভাষার সহায়তায় রোগীদের পরীক্ষা করা হয়েছিল। এই পদ্ধতি বিশ্বের সমস্ত দেশে প্রয়োগ করতে পারলে বহু ক্ষেত্রে দেখা যাবে কোভিড রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পরেও ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারছে, কারণ ঠিক সময়ে তাকে অক্সিজেন দেওয়া যেতে পারে ওই যন্ত্রের সহায়তায়, এই জানাচ্ছেন গবেষণারত বিজ্ঞানীরা।