এই না হলে বন্ধু

এই না হলে বন্ধু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ আগষ্ট, ২০২১

আমেরিকার ম্যাসাচুসেটসের নিউ ইংল্যান্ড ওয়াইল্ড লাইফ সেন্টারের ঘটনা। সেন্টারের পাশে একটি পুকুর। তার পাশে আর্নল্ডকে দেখা গিয়েছিল খোঁড়াতে। আর্নল্ড একটি কানাডিয়ান হাঁস। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেন্টারে চিকিৎসার জন্য। চিকিৎসকেরা দেখলেন হাঁসটির পায়ে অস্ত্রোপচার করতে হবে। শুরু হল সেই কাজ। আর্নল্ডের পায়ে দু’টো অস্ত্রোপচার করতে হয়েছিল। না হলে তার পক্ষে বাঁচা কঠিন হয়ে যেত। অস্ত্রোপচার যখন চলছে তখন কাঁচের দরজায় ঠক ঠক শব্দ। ব্যাপারটা কি! দরজা খুলে দেখা গেল সেখানে দাঁড়িয়ে একটি হাঁস। আর্নল্ডের বন্ধু। পাশাপাশি দু’জনে সাঁতার কাটে পুকুরে। বন্ধুর অস্ত্রোপচার কেমন হচ্ছে তা দেখতে এসেছে। শুধু তাই নয়, যতক্ষণ ধরে অস্ত্রোপচার হল, বাইরে ঠায় দাড়িয়ে রইল বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =