একলাফে ফের অনেকটা বাড়ল অস্ট্রেলিয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা

একলাফে ফের অনেকটা বাড়ল অস্ট্রেলিয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২০ নভেম্বর, ২০২২

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় ফের এক বড়ো ‘জাম্প’ লক্ষ্য করা গেল অস্ট্রেলিয়াতে। গত সপ্তাহে ঐ দেশে প্রায় ৮০০০০ নতুন কেস নথিভুক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪০ জন মারা গেছেন ইতিমধ্যেই।
গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রদেশ আর অঞ্চলের স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য থেকেই ছবিটা স্পষ্ট হচ্ছে। গ্রীষ্মকালের কোভিড তরঙ্গ যে আসতে চলেছে, সেটা একপ্রকার নিশ্চিতই। মূলত ওমিক্রন XBB আর BQ.1 প্রকরণ দুটোই দায়ী সংক্রমণের আসন্ন নতুন এই ঢেউয়ের জন্যে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী গত ২০২১/২২ এর গ্রীষ্মে পাঁচজন কোভিড আক্রান্তের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ওমিক্রনের হানায়। এছাড়াও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা অনেকটাই বেশি। কিন্তু ডেল্টার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল। সেখানে ৮০ বছরের কম বয়সী ব্যক্তিদের মৃত্যুহার অধিক ছিল।
আরেকটা অদ্ভুত বিষয় সামনে এসেছে তথ্য বিশ্লেষণ করে। অস্ট্রেলিয়ার বাইরে যারা জন্মেছেন তাদের নাকি ডেল্টায় আক্রান্ত হওয়ার ঘটনা অস্ট্রেলিয়ায় জন্ম হওয়া মানুষের চেয়ে বেশি। যদিও এই পার্থক্যটা শেষ কোভিড ঢেউয়ের সময় অনেকটাই কমেছে। দেখা গেছে, মধ্য প্রাচ্য, উত্তর আফ্রিকা আর দক্ষিণ পূর্ব ইউরোপে জন্ম নেওয়া অস্ট্রেলীয়দের ক্ষেত্রে মৃত্যুর হার বেশ খানিকটা উপরের দিকে।
যদিও অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের কর্ণধার লরেন মোরানের মতে, ২০২২ সালের জুলাই মাস থেকেই অস্ট্রেলিয়ায় জন্মগ্রহন করা ব্যক্তিদের মৃত্যুহারও বেড়ে গেছে।