একাকীত্ব বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

একাকীত্ব বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ এপ্রিল, ২০২৩

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশানের জার্নালে প্রকাশিত হয়েছে এমন গবেষণা যাতে চিন্তার ভাঁজ পড়বে অনেক মানুষের কপালেই। সামাজিক মেলামেশার অভাব আর একাকীত্ব নাকি হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ৩০ শতাংশ। গবেষণার ফলাফল থেকে এটাও স্পষ্টই বোঝা যাচ্ছে সমাজচ্যুত মানুষদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক তথ্যই পুরোপুরি জানা যায় না।
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো হেলথ ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টাল উইলি কেন। তিনিই এই গবেষণাপত্রের মুখ্য লেখক। প্রফেসর কেন বলছেন, বিগত চার দশক ধরে বিভিন্ন স্বাস্থ্য সমীক্ষায় বারবার উঠে এসেছে একাকীত্ব আর মারাত্মক শারীরিক সমস্যাগুলোর নিবিড় সম্পর্ক।
আমেরিকার সামাজিক পরিস্থিতি এমনই যে ঐ দেশে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন লোকজনের সংখ্যা নেহাত কম নয়। জনস্বাস্থ্যে এর বিরূপ প্রভাব এড়ানোও সম্ভব না। হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে, অথবা স্ট্রোক। অনেক ক্ষেত্রে একইসাথে দুটো রোগের ঝুঁকিও থেকে যায়, এমনই অভিমত প্রফেসর কেনের।