এবছরের সর্ববৃহৎ গ্রহাণুর অভিমুখ পৃথিবীর দিকে

এবছরের সর্ববৃহৎ গ্রহাণুর অভিমুখ পৃথিবীর দিকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ মে, ২০২২

পৃথিবীর পাশ দিয়ে আবার এক গ্রহাণুর চলে যাওয়ার বার্তা দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তবে আগের গ্রহাণুগুলোর সঙ্গে এবারের গ্রহাণুর তফাৎ আসন্ন গ্রহাণুটিকে এবছরের সর্ববৃহৎ বলছেন বিজ্ঞানীরা। এর আয়তনের বর্ণনা করতে গিয়ে বিজ্ঞানীরা এই গ্রহাণুকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও বৃহৎ পর্যটন কেন্দ্র এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সঙ্গে তুলনা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহাণুটি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের তুলনায় অন্তত চার গুণ বড়! আর মহাকাশে এই গ্রহাণুর গতি ঘন্টায় ৭৬ হাজার কিলোমিটার। গ্রহাণুটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন ১৯৮৯ জে এ। বিজ্ঞানীদের অনুমান ২৭ মে নাগাদ পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। তখন পৃথিবী আর গ্রহাণুর মধ্যে দূরত্ব থাকবে ৪ মিলিয়ন কিলোমিটার। নাসার তরফে আরও জানানো হয়েছে এই গ্রহাণুর ব্যাস ১.৮ কিলোমিটার। গ্রহাণুটিকে কিছুটা অস্বস্তিকরও বলেছে নাসা। মানে, যদি গ্রহাণু তার কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় এবং পৃথিবীর আরও কাছে চলে আসে তাহলে পৃথিবীকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে বলে বিজ্ঞানীদের ধারণা।