এবার কালাজ্বর সারানোর গবেষণা জেএনইউ-এর

এবার কালাজ্বর সারানোর গবেষণা জেএনইউ-এর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ মে, ২০২২

এর আগে তারা ম্যালেরিয়া ও টিউবারকিউলোসিস সমাধানের রাস্তা দেখিয়েছিলেন। এবার জেএনইউ বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজিস্টদের লক্ষ্য কালা-জ্বর সারানো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (হু) মতে কালা জ্বর পৃথিবীর গুরুত্বপূর্ণ অসুখগুলোর মধ্যে একটা। ‘হু’-এর মতে সময়মতো সঠিক চিকিৎসা না করা গেলে এই অসুখ ৯৫ শতাংশ ক্ষেত্রে প্রাণনাশক হয়ে ওঠে। এই অসুখের লক্ষণ, অনিয়ন্ত্রিত জ্বর, দ্রুত ওজন কমে যাওয়া, প্লীহা আর যকৃতের সম্প্রসারণ এবং প্রবল অ্যানিমিয়ার প্রকোপ। গবেষকদের মতে কালা-জ্বর মহামারীর আকার পর্যন্ত ধারণ করতে পারে। গবেষকদের পর্যবেক্ষণে যে প্রোটোজোয়ান পরজীবিদের কারণে এই অসুখের মূল ভাইরাসের সৃষ্টি সেই লিশম্যানিয়াসিস বাহিত হয় আক্রান্ত মহিলা বেলেমাছিদের কামড়ে। হু-এর দেওয়া পরিসংখ্যান ধরলে প্রত্যেক বছর কালা-জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যাটা ফেলে দেওয়ার নয়, ৭ থেকে ১০ লক্ষ!
জেএনইউ-এর বিশেষ মলিকিউলার বিভাগের বিজ্ঞানী প্রফেসর আনন্দ রঙ্গনাথনের নেতৃত্বাধীন গবেষকদের একটি দল এমন এক মলিকিউল তৈরি করার চেষ্টা করছে যা গ্লাইকোসাইড ডেরিভেটিভসগুলোকে সংশ্লিষ্টকরণ করার চেষ্টা করে এই মারণ ভাইরাসকে প্রতিরোধ করার চেষ্টা করবে। রঙ্গনাথন বলেছেন, “এই নতুন মলিকিউল যদি কালা-জ্বরের ভাইরাসকে প্রতিরোধ করতে পারে এবং বর্তমানে ব্যবহৃত অ্যাম্ফোটেরিসিন ‘বি’-এর তুলনায় অনেক কম মূল্যে কোনও প্রতিষেধক তৈরি করতে পারে তাহলে সাধারণ মানুষের কল্যাণে আমাদের কাজটাকে আরও অনুপ্রাণিত করবে।”