এবার টর্নেডো আসামে

এবার টর্নেডো আসামে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মে, ২০২২

গত শনিবার সকালে হঠাৎই আসামের বরপেটার একটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেল টর্নেডোতে। কয়েক মিনিট মাত্র স্থায়ী হয় টর্নেডো। টর্নেডো মূলত উত্তর আমেরিকায় দেখা যেত। কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে- পূর্ব ভারতে টর্নেডো সৃষ্টি হচ্ছে। গত বছর আমাদের রাজ্যে গঙ্গা বক্ষে, নৈহাটিতে কয়েকবার টর্নেডো সৃষ্টি হয়েছিলো। আসামের স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ বরপেটার রোমারি গ্রামে মিনি টর্নেডো সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদী থেকে টর্নেডো সৃষ্টি হয়ে পার্শ্ববর্তী রোমারি গ্রামে প্রভাব ফেলে এই টর্নেডো। বরপেটার ডেপুটি কমিশনার তেজপ্রসাদ ভূষল জানিয়েছেন, টর্নেডোতে ৭ টি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।