এবার তামাক শিল্পকে হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এবার তামাক শিল্পকে হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ জুন, ২০২২

তামাকজাত দ্রব্য শুধু মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে না, পরিবেশকেও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করছে। হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সম্প্রতি তাদের প্রকাশিত পরিসংখ্যানে জানা গিয়েছে বর্তমানে বিশ্বে তামাকের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ৮০ লক্ষ মানুষ, ৬০ লক্ষ গাছ, ২ লক্ষ হেক্টর জমি, ২২ বিলিয়ন টন জল! হু-এর রিপোর্টে আরও জানা গিয়েছে বছরে তামাকজাত দ্রব্য থেকে নির্গমন হয় ৮৪ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের। হু-এর পর্যবেক্ষণ, মূলত স্বল্প আয়ের দেশগুলোতে তামাক গাছের চাষ বেশি হয়। সেই দেশগুলোতে, যেখানে খাবারের জন্য জল এবং চাষের জমি রাখা হয়েছে, সেই জমিগুলোতেই তামাক গাছের চাষ বেশি হয়। হু-এর রিপোর্ট বলছে, তামাকজাত দ্রব্যের প্রোডাকশন, প্রোসেসিং এবং ট্রান্সপোর্টিং থেকে প্রত্যেক বছর যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট উৎপন্ন হয় সেটা বিমান চলাচলে উৎপন্ন পৃথিবীর মোট কার্বন ডাই অক্সাইডের এক-পঞ্চমাংশ! হু-এর স্বাস্থ্য দফতরের ডিরেক্টর রুডিগার ক্রেচ বলেছেন, “সিগারেটের ফিলটার থেকে মাইক্রোপ্লাস্টিক দূষণ বিশ্বে সর্বাধিক। যার ফলে পরিবেশ, প্রাণীজগতও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত। সিগারেট নির্মাতা সংস্থাগুলোকে অবিলম্বে সিগারেটের ফিলটার তৈরির ক্ষেত্রে পরিবর্ত উপাদান খুঁজে বার করা।” হু-এর স্বাস্থ্য দফতরের ডিরেক্টর তো বলে দিলেন, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে!