এভারেস্ট থেকে মারিয়ানা ট্রেঞ্চ, সর্বত্রই ভরা প্লাস্টিকে!

এভারেস্ট থেকে মারিয়ানা ট্রেঞ্চ, সর্বত্রই ভরা প্লাস্টিকে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ডিসেম্বর, ২০২১

প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় ভরে গিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলও! এক মহাদেশ থেকে অন্য মহাদেশে প্লাস্টিকের আবর্জনা প্রবেশ করেছে অনায়াসে। মাউন্ট এভারেস্ট থেকে মারিয়ানা ট্রেঞ্চ। ফ্রান্সের মঁ ব্লাঁ পর্বতশৃঙ্গ থেকে পিরানিজ পর্বতমালা। সমস্ত পর্বতের বায়ুমণ্ডলে এখন প্লাস্টিকের আবর্জনা! ফ্রান্সের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের করা সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের ওপরের স্তরেও ভেসে বেড়াচ্ছে প্লস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। সেখানে বাতাসের গতি অনেক বেশি থাকায় সেই কণাগুলি এক জায়গা থেকে বহু দূরেও চলে যাচ্ছে। যেখানে উড়ে যাওয়ার কথা নয় সেখানেও ভেসে বেড়াচ্ছে প্লাস্টিকের কণা। গবেষকরা দেখেছেন পিরানিজের মত উঁচু পর্বতমালার বায়ুমণ্ডলও ৫ কিলোমিটারের চেয়ে কম ব্যাসের প্লাস্টিকের কণায় ভরে গিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮৭৭ মিটার ওপরে পিরানিজ পর্বতমালা। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল সেখানকার বায়ুমণ্ডল স্বচ্ছ। কিন্তু সম্প্রতি সেখানে ১০ হাজার বর্গমিটারেরও বেশি অঞ্চলের বায়ুমণ্ডল পরীক্ষা করে দেখা গিয়েছে, প্লাস্টিকের কণায় ভরে গিয়েছে অঞ্চলটি! গবেষকরা জানিয়েছেন, এক অবস্থা এভারেস্ট, আল্পস, মঁ ব্লাঁ-র মত উঁচু পর্বতশৃঙ্গগুলিরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =