এভারেস্টের ওপর দিয়ে এয়ারশিপ উড়িয়ে কীর্তি চিনের

এভারেস্টের ওপর দিয়ে এয়ারশিপ উড়িয়ে কীর্তি চিনের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ মে, ২০২২

বায়ুমণ্ডলের কোন স্তরের কী বৈশিষ্ট্য, আবহাওয়াই বা কেমন এসব জানতে সাধারণত হাওয়া অফিস বেলুন ওড়ায়। চিন সেই প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়ে বেলুনের পরিবর্তে উড়িয়ে দিল গোটা একটা উড়োজাহাজ কিংবা এয়ারশিপ! তাও আবার সর্বোচ্চ উচ্চতায়। জানা গিয়েছে, মাউন্ট এভারেস্টেরও ওপর দিয়ে উড়ল চিনের এয়ারশিপ। চিনের কয়েকটি গবেষণা কেন্দ্রের যৌথ প্রকল্পের অধীনে এই এয়ারশিপটি ওড়ানো হয়। মূলত বায়ুমণ্ডলের নানা স্তরের রাসায়নিক উপাদান সম্পর্কে জানার লক্ষ্যেই এই মিশন। চিনের ওড়ানো এয়ারশিপ উড়ল ৯০৩২ মিটার উচ্চতায়। দিয়ে। সেকেন্ডে তার গতি ৩০ মিটার। তার সঙ্গে যুক্ত হওয়া যানটির ওজন প্রায় ৯০ টন। তাকে সঙ্গে নিয়ে ৯০৩২ মিটার (এভারেস্টের উচ্চতা ৮৮৪৯ মিটার) উচ্চতায় উড়ে বেড়াল এয়ারশিপ। যার নাম ‘জিমু-১। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, ইনস্টিটউট অফ টিবেটান প্ল্যাটো রিসার্চ, এরোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটউট, চ্যাংচুং ইনস্টিটিউট অফ অপটিক্স – এই চার গবেষণা প্রতিষ্ঠানের যৌথ প্রয়াসে ‘আর্থ সামিট মিশন ২০২২-র কাজ হচ্ছে। তার প্রতিফলনেই এই উড়োজাহাজের আকাশভ্রমণ। চিনের বিজ্ঞান গবেষণা কেন্দ্রের খবর অনুযায়ী, বায়ুমণ্ডলের ওজোন স্তরে মূলত ঘুরে বেড়িয়েছে ‘জিমু নং ১’।