এমাসের সকালের আকাশে একসঙ্গে শনি, শুক্র ও মঙ্গল

এমাসের সকালের আকাশে একসঙ্গে শনি, শুক্র ও মঙ্গল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ মার্চ, ২০২২

চলতি মার্চ মাসটা মহাকাশ বিজ্ঞানীদের আছে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। কারণ এই মার্চেই সকালের আকাশে এক সারিতে দেখা যাবে শনি, মঙ্গল আর শুক্রের অবস্থান। মহাকাশ বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, ১৮ মার্চ থেকে আকাশে এই অবস্থানের শুরু হবে। প্রথমে শুক্রের দিকে এগোবে শনি। তারপর তাকে দেখা যাবে মঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে। সুর্যোদয়ের আগেই এই তিন গ্রহ নীচের দিকে ত্রয়ী হিসেবে অবতীর্ণ হয়ে পূর্ব দিকে এগিয়ে যাবে এবং মাসের শেষে অর্ধচন্দ্রের সঙ্গে মিলিত হবে। এই মাসের ২৭ ও ২৮ তারিখ চাঁদও আকাশের এই গ্রহগুলোর কাছে চলে আসবে। এপ্রিলের শুরুতে শনি ও মঙ্গল আরও কাছাকাছি চলে আসবে বলে জানা গিয়েছে। মহাকাশে গ্রহ নক্ষত্রগুলোর ওপর নজর চালানো জেট প্রপালশন গবেষণাগারের তরফে জানানো হয়েছে এই খবর।