ওজোন স্তরে গভীরতম ফাটল

ওজোন স্তরে গভীরতম ফাটল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ সেপ্টেম্বর, ২০২১

ওজোন স্তরে তৈরি হয়েছে ফাটল।’কোপারনিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস’ গত বুধবার (১৫/০৯/২০২১) একথা জানিয়েছে। ওজোন স্তর ক্ষতিকারক সূর্যের অতিবেগুনী রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, সৌরকণা, নানা ধরণের মহাজাগতিক বিকিরণের হাত থেকে রক্ষা করে পৃথিবীকে । অ্যান্টার্কটিকার চেয়েও আকারে বড় আয়তনের এই ফাটল দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে কপালে। শেষবার এমন বড় ফাটল দেখা গিয়েছিল ১৯৭৯ সালে। তবে এবারের ফাটল ১৯৭৯-র সেই ফাটলের চেয়ে প্রায় ২৫% বড়। আরও জানা যাচ্ছে যে এই ফাটল বাড়ছে ক্রমেই। আগেই গবেষণায় প্রমাণিত ওজোন স্তরে ফাটলের অন্যতম কারণ ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি। ১৯৩০ এর দশক থেকে রেফ্রিজারেটরের জন্যে এর উৎপাদন শুরু হয়েছিল। তবে আশার কথা রাষ্ট্রপুঞ্জ বর্তমানে ১৯৭ টি দেশে সিএফসির উৎপাদন নিষিদ্ধ করেছে। সিএফসি ছাড়াও প্রতিবছরই শীতের শেষে দক্ষিণ গোলার্ধের বায়ুস্তরে ফাটল ঘটায় সৌর বিকিরণ। এর ফলে ক্লোরিন – ব্রোমিনের মতো বিষাক্ত গ্যাস তৈরি হয়। এবারের ফাটলটি ঠিক কত বড় হবে সেকথা নিখুঁত ভাবে বলা সম্ভব নয় এখনই।

চিত্র ঋণ – নাসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =