বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ ডিসেম্বর, ২০২১
ডেল্টার সময় আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ছিল কাছাকাছি। দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখলে দেখা যাবে ওমিক্রনে আক্রান্তদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি। এ ছাড়া গন্ধ চলে যাওয়া শ্বাসকষ্টের মতো সমস্যাতেও ভুগছেন না ওমিক্রনে আক্রান্ত রোগীরা। আমেরিকার বাইডেন প্রশাসনের স্বাস্থ্য উপদেষ্টা সংবাদ সংস্থা এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। ওই উপদেষ্টা বলেছেন, করোনার যে সমস্ত টিকা এখন বাজারে চালু আছে তা থেকে তৈরি হওয়া অ্যান্টিবডি ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর, তা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। সেই রিপোর্টও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হাতে এসে যাবে।
ওই উপদেষ্টার কথায় , অনেক কিছু এখনও জানা না গেলেওএকটা বিষয় নিশ্চিত যে ওমিক্রন কিন্তু ডেল্টার মতো মারক নয়।