নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহ ভিড়ে ঠাসা। চারিদিকে নানা রকমের আলোর ঝলকানি। মঞ্চে গান গাইছেন বিখ্যাত গায়ক কেকে। গানের মাঝে বার বার রুমাল দিয়ে সারা মুখ মুছছেন। আর ঢকঢক করে জলপান করছেন শিল্পী। হয়তো অসুস্থ বোধ করছিলেন। তেমন করে গুরুত্ব দেননি? মঞ্চে গান গাইতে গিয়েই আকস্মিক মৃত্যুর কোলে ঢোলে পড়েন কেকে। চিকিৎসকদের অনুসারে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয় তার। হার্ট অ্যাটাক যে হতে পারে, শরীর কিন্তু তা জানান দেয় বেশ আগে থেকে। আমরা অনেক সময়ে ছোটো খাটো লক্ষণ এড়িয়ে যাই। কাজের চাপে। অথবা ভুল করি সামান্য অসুস্থতা বলে । একটু আগেই যে মানুষটি সুস্থ ছিল হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটে তার। এমন ঘটনা এখন হামেশাই ঘটছে। জীবন যতই ব্যস্ত হচ্ছে ততই বাড়ছে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার প্রবণতা। তাই এই সমস্যার সমাধানও আমাদের হতের মুঠোয় থাকা উচিত।
প্রাথমিক শনাক্তকরণ হার্ট অ্যাটাক প্রতিরোধের চাবিকাঠি। এমন কথাই জানাচ্ছে সুইডেনের গবেষকরা। হার্টের সমস্যা চিহ্নিত করতে আমরা সচরাচর রক্ত পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করি যে ধমনীতে ফ্যাট জমেছে কিনা। ব্লাড প্রেশারও মাপি। কিন্তু গবেষকদের মতে ৫ মিনিটের এই পরীক্ষাটি অন্যান্য পরীক্ষার মতোই নির্ভুলভাবে বলতে পারবে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা? ক্লিনিক্যাল ফিজিওলজিস্টরা বলেন যে যারা হার্টের সমস্যায় ভোগেন তাদের মধ্যে অনেকেই আপাতদৃষ্টিতে সুস্থ এবং উপসর্গহীন, কিন্তু করোনারি ধমনীতে ফ্যাট জমে থাকে, যা এথেরোস্ক্লেরোসিস নামে পরিচিত। গবেষকরা যে টুলটি ব্যবহার করেছেন তাতে বয়স, লিঙ্গ, ওজন, ডায়াবেটিসের অবস্থা, রক্তচাপ, লিপিডের মাত্রা, পারিবারিক ইতিহাস এবং ধূমপানের অভ্যাস নিয়ে ১৪টি ভিন্নভিন্ন প্রশ্ন রয়েছে। এর উত্তর দিতে পাঁচ থেকে আট মিনিট সময় লাগবে। যেকোনো ব্যক্তি এই টুলটি নিজেই ব্যবহার করতে পারবে। প্রায় ২৫,০০০ অংশগ্রহণকারী যাদের বয়স ৫০ থেকে ৬৪-র মধ্যে তাদের প্রশ্নগুলো করা হয়। পরে উত্তরগুলো কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যানের সাথে তুলনা করা হয়। যাতে তারা চিহ্নিত করতে পারেন কোন ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। ক্লিনিকাল টুলটিতে এই ১৪টি প্রশ্নের পাশাপাশি ল্যাব পরীক্ষা এবং রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ লক্ষণ থেকে প্রাপ্ত নয়টি অতিরিক্ত কারণকে অন্তর্ভুক্ত করা হয়। ক্লিনিকাল টুল ব্যবহার করে, গবেষকরা ৬৭.৩% ব্যক্তিদের চিহ্নিত করেছেন যাদের ঝুঁকি সবচেয়ে বেশি। তারা মনে করেন শুধুমাত্র এই স্ব-প্রতিবেদিত তথ্য কার্যকরভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি স্ক্রিন করতে পারে। তবে তারা মনে করেন এই গবেষণাটিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বিচ্ছিন্নভাবে স্ব-প্রতিবেদন সরঞ্জামটি ব্যবহার করা গবেষকদের লক্ষ্য নয়। এমন ব্যক্তিদের শনাক্ত করা প্রয়োজন যাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার। আশা করা যায় এই টুলের মাধ্যমে এমন মানুষদের চিহ্নিত করা যাবে যাদের চিকিৎসার প্রয়োজন বা জীবনধারা পরিবর্তন করতে হবে।