করা ঘোষণা ইংল্যান্ডে

করা ঘোষণা ইংল্যান্ডে

প্রবল গরম ইংল্যান্ডে। বৃষ্টির দেখা নেই। পরিস্থিতি এমনই যে দক্ষিণ, মধ্য এবং পূর্ব ইংল্যান্ডের বিভিন্ন এলাকা খরার কবলে পড়েছে বলে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। ১৯৩৫-এর পর এত শুষ্ক মরসুম আর দেখেনি ইংল্যান্ড। এ মাসে এখনও পর্যন্ত ৩৫ শতাংশ কম বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ অংশে আগামী চার দিন প্রবল গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্রিটেনের জলমন্ত্রী স্টিভ জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতিতে যাতে জলের সমস্যা না হয় সে জন্য সব কটি জল সরবরাহকারী সংস্থার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হচ্ছে। তারা প্রয়োজন অনুযায়ী জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, ‘‘আমরা পূর্বের তুলনায় অনেক বেশি প্রস্তুত আছি। এখন পরিস্থিতির দিকে নজর রাখছি। যেমন প্রয়োজন মনে হবে, সেই অনুযায়ী পদক্ষেপ হবে।’’ খরা কবলিত এলাকায় যাতে জলের ব্যবহারের লাগাম টানা যায় সে ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে। জনগণের কাছে জল অপচয় বন্ধের আর্জি জানানো হয়েছে। বস্তুত, ২০১৮-য় শেষ বার খরা দেখেছিল ইংল্যান্ডে।