করোনার নতুন ঢেউ – উপচে পড়ছে চীনের হাসপাতালগুলো

করোনার নতুন ঢেউ – উপচে পড়ছে চীনের হাসপাতালগুলো

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২২ ডিসেম্বর, ২০২২

হু বলছে, কোভিডের নতুন ঢেউ চলে এসেছে। আক্রান্ত মানুষদের ভিড়ে শশব্যস্ত অবস্থা চীনের হাসপাতাল আর নার্সিংহোমে। ডঃ মাইকেল রিয়ান বলছেন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলোতে ভিড় বাড়ছে। যদিও চীনের প্রশাসনের কর্তাব্যক্তিরা বলছেন, আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কমই আছে।
বুধবার চীনে করোনায় কোনও মানুষের মৃত্যু হয়নি। এমনটা জানিয়েছে ঐ দেশের সরকার। কিন্তু আসলে এই রোগ এই ভাইরাস কতটা আঘাত হেনেছে তা নিয়ে সন্দেহের অবকাশ আছেই। সেই ২০২০ সাল থেকেই স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি আছে ও দেশে। চীন কোভিড-শূন্য লক্ষ্যে পৌঁছতে চায়।
কিন্তু ঘরে বাইরে ড্রাগনের দেশ খুব স্বস্তিতে নেই। জিরো কোভিড নীতির জন্যে একদিকে যেমন নিয়মের বজ্রআঁটুনি তেমনই অন্যদিকে আইনকানুন শিথিল করার দাবিতে প্রতিবাদ চলছিল চীনের শহরে শহরে। দু সপ্তাহ আগেই তাই প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যবিধি কিছুটা আলগা করা হয়। আক্রান্তের সংখ্যাই যে শুধু বাড়ছে এমনটা নয়, মঙ্গলবার পাঁচজন আর সোমবারে দুজনের মৃত্যু ঘটেছে করোনায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন প্রধান ডঃ রিয়ান দেশের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যাতে আক্রান্ত আর মৃত্যুর প্রকৃত হিসেবটা সামনে আনা হয়।