কামাল করল চন্দ্রযান -২

কামাল করল চন্দ্রযান -২

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ মার্চ, ২০২২

চন্দ্রপৃষ্ঠে  কী ঘটছে বা বলা ভাল চাঁদের পৃষ্ঠদেশের নীচের স্তরে কী কর্মকাণ্ড চলছে নতুন করে সেই ব্যাপারে আভাস পেয়েছে চন্দ্রযান-২ । চলতি বছর অগস্ট মাসে চন্দ্রযান-২ এর সাকসেসর মডেল আসতে চলেছে। তার আগেই ফের চমক দিয়েছেন চন্দ্রযান- ২। জানা গিয়েছে, চাঁদের পাতলা অর্থাৎ ক্ষীণ বহির্মণ্ডলে পাওয়া গিয়েছে আর্গন- ৪০  এর অস্তিত্ব। চন্দ্রযান- ২ এর এই নতুন পর্যবেক্ষণ লুনার সারফেস বা চন্দ্রপৃষ্ঠের নীচে প্রথম ১০ মিটারের মধ্যে ঠিক কী কী রয়েছে তা বুঝতে সাহায্য করেছে। এর থেকে চন্দ্রপৃষ্ঠের গঠন সম্পর্কেও ধারণা করা যাবে। চাঁদের নিরক্ষীয় এবং মধ্য অক্ষাংশ অঞ্চলে আর্গনের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। তবে এটাই প্রথম নয়। চন্দ্রপৃষ্ঠের নিম্নস্তরে এর আগেও আর্গন ৪০ খুঁজে পাওয়া গিয়েছে। এ যাবৎ এই আর্গন ৪০- এর অস্তিত্ব চন্দ্রপৃষ্ঠের নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি এলাকাতেই সীমাবদ্ধ ছিল। অ্যাপোলো ১৭ মিশনের মাধ্যমেই এতদিন আর্গন ৪০- এর খোঁজ পাওয়া গিয়েছিল চাঁদের বুকে।