কার্যক্ষমতা হারিয়েছে উপগ্রহ, মিশন ব্যর্থ!

কার্যক্ষমতা হারিয়েছে উপগ্রহ, মিশন ব্যর্থ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১২ আগষ্ট, ২০২২

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পুর্তিকে বিশেষ সম্মান জানাতে ইসরো লঞ্চ করেছিল ক্ষুদ্রতম উপগ্রহ আজাদি স্যাট স্মল ভেহিকল স্যাটেলাইটের। ইসরোর অধীনে থাকা দেশের গ্রামগুলোর ৭৫টি স্কুলের ৭৫০ জন ছাত্রছাত্রী এই উপগ্রহ তৈরি করেছিলেন। ইসরোর তরফে জানানো হয়েছিল এই উপগ্রহকে জলবায়ু, ভূপ্রকৃতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। এই উপগ্রহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কম ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে গিয়েছিলেন  উপগ্রহ উৎক্ষেপণ দেখতে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উপগ্রহটি ডেটা লসের মুখে পড়েছে, পৌঁছতে পারেনি সঠিক নির্দিষ্ট গন্তব্যে এবং ছোট এই উপগ্রহটির আর কোনও কার্যক্ষমতা নেই। মিশন ব্যর্থ হয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছে ভেলোসিটি ট্রিমিং মডিউলের জন্য উপগ্রহটিকে সঠিকভাবে কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। আর সেই কারণে উপগ্রহটি নিজের কার্যক্ষমতা হারিয়েছে। এই উপগ্রহ আর ব্যবহার করা যাবে না। ইসরো জানিয়েছে এই ছোট উপগ্রহটি তারা উদ্ধার করার চেষ্টা করবে। এক বছরের ব্যবধানে এটি ইসরোর দ্বিতীয় ব্যর্থতা। গতবছরও জিএসএলভি-১০ উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে মিশনটি ব্যর্থ হয়েছিল।