কী হবে মহাকাশে কাঁদলে?

কী হবে মহাকাশে কাঁদলে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ জুন, ২০২২

মহাকাশে কি কাঁদা যায়? মানে কেবল কান্না ক্রিয়াটির সময়ে মনের ভেতরকার অনুভুতির কথা বলা হচ্ছে না। বরং বলতে চাওয়া হচ্ছে কান্না ক্রিয়াটির সময় পার্থিব মানুষের যে শারিরীক অভিব্যক্তিগুলি বা কাব্যতত্ত্বের ভাষায় বললে অনুভাব গুলি ( যেমন চোখের জল পড়া) সেগুলি কেমন হবে মহাকাশে? কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী ক্রিস হ্যাজফিল্ড এই বিষয় নিয়েই কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন। বলা যেতে পারে পরীক্ষামূলক প্রয়োগ। কাঁদার জন্যে তো মানসিক মুহুর্ত দরকার হয়। সেটা সম্ভবত হ্যাজফিল্ডের ছিল না বলেই জলের যে পাউচ থাকে মহাকাশচারীদের জন্যে সেখান থেকে নিজের চোখে জল ঢালেন। দেখা যায় জল চোখের কাছ থেকে গড়িয়ে পড়ছে না৷ দ্বিতীয় বার একই স্থানে আর একটু জল ঢালেন। তাতে দেখা যায় একেবারেই জল আটকে আছে যেন চোখের তলায়। জল গড়িয়ে পড়বে না কিছুতেই। অর্থাৎ মহাকাশে পার্থিব মানুষের শারিরীক বহিঃপ্রকাশ খানিক ভিন্ন। বোঝাই যাচ্ছে মূলত মাধ্যাকর্ষণের কারণেই এমনটা ঘটছে। তবে এর মানে এই নয় কাঁদা যায় না মহাকাশে। বা যে অনুভূতি হীন হয়ে থাকতে হয় মহাকাশে।