কুইজে আসল চিকিৎসককে হারিয়ে দিল চ্যাটজিপিটি

কুইজে আসল চিকিৎসককে হারিয়ে দিল চ্যাটজিপিটি

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৩১ মে, ২০২৩

কোনও কোনও ডাক্তার যথেষ্ট সংবেদনশীল নন। চিকিৎসাবিজ্ঞানের খুঁটিনাটি জানা আবেগহীন রোবটের মতো তাদের আচরণ। কিন্তু যদি এমন কোনও রোবট কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা যায় যার মধ্যে চিকিৎসা করার জ্ঞান আর সহনশীলতা দুইই থাকে? হয়তো সেই কৃত্রিম মানব রোগজ্বালা নিয়ে প্রশ্নের উত্তর স্বস্তিদায়ক উপায়ে দেয়?
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা কিন্তু চিকিৎসক মহলে সোরগোল ফেলে দিয়েছে। প্রশিক্ষিত চিকিৎসকদের সাথে প্রতিযোগিতায় নামান হয়েছিল চ্যাটজিপিটি-কে। চিকিৎসাবিজ্ঞানের নানান ক্ষেত্র থেকে বেছে বেছে ১৯৫টা প্রশ্ন রাখা হয় উভয় পক্ষের সামনেই।
গবেষকরা প্রশ্নগুলো বেছে নিয়েছিলেন একটা ওয়েবসাইট থেকে। ‘আস্কডকস’ নামের একটা ওয়েবসাইট যেখানে প্রধানত স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন করেন ব্যবহারকারীরা। যেমন, একজনের প্রশ্ন ছিল টুথপিক গিলে নেওয়াটা কতটা ক্ষতিকারক হতে পারে? আবার একজনের প্রশ্ন ছিল, ধাতব রডে মাথা ঠুকে গেলে কি কনকাসানের সম্ভাবনা আছে?
শেষে দেখা গেল, একজন যোগ্য অভিজ্ঞ ডাক্তার চ্যাটজিপিটি-র সাথে পেরে উঠল না।