কৃ বু আসক্তি: উদ্বেগজাত না পরিহার মূলক?

কৃ বু আসক্তি: উদ্বেগজাত না পরিহার মূলক?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ জুন, ২০২৫

কেবলমাত্র তথ্য জানা নয়, অনেকেই আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃ বু-র কাছে মানসিক সান্ত্বনা, সাহচর্য এমনকি ভরসাও খোঁজে। কিন্তু প্রশ্ন হল এই সম্পর্ক কি নিছকই প্রযুক্তির উপর নির্ভরশীলতা না কি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের ফ্যান ইয়াং এবং অধ্যাপক আতসুশি ওশিও সম্প্রতি এক অভিনব গবেষণায় এ প্রশ্নের উত্তর খোঁজেন। মানুষের কৃ বু -র প্রতি আসক্তি কতটা এবং কী ধরনের, তার ধরণ বিশ্লেষণের জন্য তাঁরা তৈরি করেন একটি নতুন স্কেল-EHARS (Experiences in Human-AI Relationships Scale)। গবেষণায় দেখা যায়, প্রায় ৭৫% অংশগ্রহণকারী কৃ বু-কে পরামর্শদাতা হিসেবে ব্যবহার করেন। তবে প্রায় ৩৯% মানুষ কৃ বু -কে একটি স্থায়ী, নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে বিবেচনা করেন। EHARS অনুযায়ী, কৃ বু –আসক্তির ক্ষেত্রে, মানুষের দুটি আলাদা মানসিক দিক রয়েছে। ক) উদ্বেগপূর্ণ আসক্তি: ব্যবহারকারীরা কৃ বু -এর প্রতিক্রিয়াকে গুরুত্ব দেন এবং পর্যাপ্ত প্রতিক্রিয়া না পেলে মানসিক অস্থিরতা অনুভব করেন। খ) পরিহারমূলক আসক্তি: কিছু ব্যবহারকারী কৃ বু -র ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন এবং একটি মানসিক দূরত্ব বজায় রাখতে চান বা সেটিকে কেবলই প্রাণহীন প্রযুক্তি হিসাবে গণ্য করেন। গবেষক ইয়াং বলেন,“ মানুষ যখন কৃ বু-র সঙ্গে কেবল তথ্য নয়, আবেগ ভাগ করে নিতে শুরু করে, তখন সম্পর্কের এক নতুন মাত্রা তৈরি হয়। আমরা দেখতে চেয়েছি, মানুষের সেই আবেগীয় গঠন কৃ বু-র প্রতি কেমনভাবে কাজ করে।” এই গবেষণার ফলাফল, ভবিষ্যতের কৃ বু নকশায়ন ও তার নৈতিক দিকগুলিকে বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন, একাকিত্ব দূর করতে ব্যবহৃত কৃ বু চ্যাটবট কিংবা চিকিৎসাসহায়ক অ্যাপে, ব্যবহারকারীর মানসিক চাহিদা অনুযায়ী সহানুভূতিশীলতা কিংবা নিরপেক্ষ প্রতিক্রিয়া তৈরি করা। এছাড়া, কৃ বু ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি, যাতে আবেগজনিত অতিনির্ভরতা বা প্রতারণার আশঙ্কা না ঘটে। শেষ কথায়, মানুষ এখন যন্ত্রের সঙ্গে এক নতুন সম্পর্ক গড়ে তুলছে। EHARS-এর মতো গবেষণা এই সম্পর্কের আবেগীয় কাঠামোকে বুঝতে চেষ্টা করছে, যা ভবিষ্যত প্রযুক্তিকে আরও মানবিক, সহানুভূতিশীল ও নৈতিক করে তুলতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =