কৃষিক্ষেত্রে অণুজীব রুখতে ন্যানোপার্টিকল

কৃষিক্ষেত্রে অণুজীব রুখতে ন্যানোপার্টিকল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ মার্চ, ২০২২

বিভিন্ন ধরণের কীটনাশক এবং রাসয়নিক যৌগ ব্যবহৃত হয় অণুজীবের আক্রমণ প্রতিহত করতে। তাতে ফসল রক্ষা করা যায়। কিন্তু ভয়াবহ রাসয়নিক দূষণের শিকার হয় মাটি, পরিবেশ। এবার এই সমস্যার অভিনব সমাধান খুঁজে বার করলেন ভারতীয় গবেষকরা। তৈরি করলেন বিশেষ এক ধরণের বায়ো-ডিগ্রেডেবল ন্যানো-পার্টিকল। যা পরিবেশের ক্ষতি না করেই সুরক্ষা প্রদান করবে ফসলকে। মূলত ব্যাকটিরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধেই কার্যকর হবে এই বিশেষ এই যৌগ। কানপুর আইআইটি-র অধ্যাপকরা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ এবং হায়দরাবাদ রসায়ন বিভাগের গবেষকরা যৌথভাবে প্রস্তুত করেছেন এই বিশেষ যৌগটি।