কোভিড কি কমছে অস্ট্রেলিয়ায়?

কোভিড কি কমছে অস্ট্রেলিয়ায়?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১১ ডিসেম্বর, ২০২২

কোভিড-১৯ এখনও আশঙ্কায় রেখেছে গোটা বিশ্বকে। নভেম্বরের শেষদিকে অস্ট্রেলিয়ায় কোভিডের গ্রাফ উপর দিকে উঠছে দেখে প্রমাদ গুনেছিলেন গোটা বিশ্বের চিকিৎসকরাই। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কমেছে। অর্থাৎ নানা স্বাস্থ্য সংস্থা যে আশার কথা কয়েক সপ্তাহ আগে শুনিয়েছিল সেটা এখন ফলছে।
কিন্তু বিষয়টা এতটা জলতরলও নয়। ওমিক্রনে ওয়েভে ঠিক কতজন আক্রান্ত হয়েছে সেটা সরকারি হিসেব দেখে মোটেই বোঝা যাবে না। পরীক্ষা কম হওয়াও একটা কারণ। এদিকে পজিটিভ টেস্ট রিপোর্টের সংখ্যাও কমছে। গত সপ্তাহে ৬% থেকে নেমে দাঁড়িয়েছে ১৮%-এ।
দুঃখের বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে মৃত্যুর হিসেবটা বেড়ে হল ৮৪।
নিউ সাউথ ওয়েলস বিগত কয়েক সপ্তাহের মতো এবারেও আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে। ৪০০০০-এর উপরে। চলতি বছরের অগাস্টের পর এতটা বাড়েনি।
ভিক্টোরিয়া প্রদেশেও ২৭০০০ নতুন কেসের খবর মিলেছে। আগের সপ্তাহের তুলনায় ৮০০ বেশি। অন্যান্য প্রদেশ যেমন- পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়াতে আক্রান্তের সংখ্যা বেড়েছে কিন্তু গ্রাফ উপর দিকে ওঠেনি। অর্থাৎ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার হার কিছুটা কমেছে। সেটাই স্বস্তি দিচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে।