কোভিড-মুক্ত হয়েও অসুস্থ ৬ মাস!

কোভিড-মুক্ত হয়েও অসুস্থ ৬ মাস!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অফ মেডিসিনের গবেষকরা একটা গবেষণা করেছেন। প্রকাশিত হয়েছে জার্নাল যামা নামের এক ম্যাগাজিনে। গবেষকদের দাবি, কোভিড-১৯ থেকে নেগেটিভ রিপোর্ট নেওইয়ার পরের ৬ মাসে প্রচুর মানুষ নানারকমের গুরুতর রোগের শিকার হচ্ছেন। শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন সেই মানুষগুলো। অসুস্থতার মধ্যে দেখা যাচ্ছে অপরিসীম ক্লান্তি, নিঃশ্বাসের কষ্ট হওয়া, বুকে যন্ত্রণা হওয়া, খুব কষ্ট করে স্বাদ ও গন্ধ পাওয়া এবং সারা শরীরের হাড়ে অবিরাম যন্ত্রণা শুরু হওয়া। গবেষণা আরও জানিয়েছে, একাধিক কোভিড-মুক্ত রোগীকে তারা পরীক্ষা করে দেখেছেন যে, তাদের মধ্যে মানসিক ভারসাম্যহীনতাও লক্ষ্য করা যাচ্ছে! ২০১৯-এর ডিসেম্বর থেকে ২০২১-এর মার্চের মধ্যে ২৫০, ৩৫১ জন মানুষের মধ্যে সার্ভে করা হয়েছিল। গবেষকরা জানিয়েছেন, প্রায় অর্ধেক কোভিড-মুক্ত রোগীর মধ্যে ওপরের লক্ষণগুলো দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =