কোভিডে আক্রান্তদের ব্রেন ফগ রোগ হচ্ছে

কোভিডে আক্রান্তদের ব্রেন ফগ রোগ হচ্ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২১ জুলাই, ২০২২

করোনা থেকে সেরে ওঠার পর স্নায়ুর নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রতিনিয়ত এমন ঘটনা সামনে আসছে। বেশ কিছু গবেষণাতেও দেখা গিয়েছে, কোভিড কাটিয়ে উঠলেও স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। উল্লেখ্য, করোনা মূলত শ্বাসযন্ত্রের সমস্যা হলেও এটা শরীরের প্রধান অঙ্গ যেমন হার্ট, কিডনি এবং মস্তিষ্কের ক্ষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবেষণায় দেখা গিয়েছে, রোগী অনেকদিন ধরে কোভিড নিয়ে ভুগলে মস্তিষ্কে উপস্থিত প্রোটিন ক্লাম্পগুলো ধীরে ধীরে নিউরো-ডিজেনারেটিভ রোগের দিকে টেনে নিয়ে যায়। শুধু তাই নয়, কোভিড সম্পর্কিত স্নায়বিক সমস্যা এবং অ্যালজাইমার্স ও পারকিনসনের মতো রোগের প্রাথমিক পর্যায়ের মধ্যেও মিল খুঁজে পাওয়া গিয়েছে। গবেষণায় প্রোটিন ক্লাম্প বা বিষাক্ত ক্লাম্পের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যা স্নায়বিক সমস্যা সৃষ্টি করে।
ব্রেন ফগ সেই অবস্থাকে বলছেন বিজ্ঞানীরা যখন মূলত চিন্তা ভাবনার গতি ক্রমশ ধীর হয়ে যায়। ঘুম কম হলে, অসুস্থ বোধ করলে বা তন্দ্রা সৃষ্টি করে এমন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ব্রেন ফগ হতে পারে। কেমোথেরাপি বা আঘাত লাগলেও এমন অবস্থা হতে পারে। গবেষকরা লক্ষ করেছেন কোনও রোগী কোভিডে অনেকদিন ধরে ভোগার পর সুস্থ হয়ে উঠলেও তিনি ব্রেন ফগে আক্রান্ত হয়ে পড়ছেন। দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিটির চিন্তা, ভাবনার গতি খুব স্লথ হয়ে পড়ছে। কিছুক্ষণ ধরে কোনও বিষয় নিয়ে সেই ব্যক্তি ভাবার চেষ্টা করলেই তার মাথা যন্ত্রণা শুরু হচ্ছে, মানসিক অবসাদ গ্রাস করছে তাকে।